সকল জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিগত ২০-০৬-২০১২ইং তারিখ থেকে পক্ষিয়া ইউনিয়ন-এর হোল্ডিং কর এসেসম্যান এবং প্লেট বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠন বা ব্যক্তি নাম্বার প্লেট গ্রহণ করেননি তাহারা অবশ্যই ২০-০৮-২০১২ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার অথবা নির্বাচিত মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে যোগাযোগ করে প্লেট গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ কার গেল। অনুরোধক্রমেমোঃ মো: মনজুর আলম খান (সেলিম) চেয়ারম্যান চরখলিফা ইউনিয়ন, দৌলতখান, ভোলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS