Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি চেয়ারম্যানের প্রোফাইল

নাম: মো: মেহেদী মাসুদ মুকু (খান)

Designation

চেয়ারম্যান

মোবাইল নাম্বার

০১৮২৮১৭৮৯৫০

জন্মতারিখ

 ০৫ -১২- ১৯৭৫ইং

 যোগদানের তারিখ:  ১৮-০৯-২০১৪ইং

বৈবাহিক অবস্থা

বিবাহিত

স্থায়ী ঠিকানা

গ্রামঃ কলাকোপা,ওয়ার্ড নং-০৩, ডাকঘরঃ দিদারউল্যাহ,  উপজেলাঃ দৌলতখান, জেলাঃ ভোলা।

নিজ জেলা

ভোলা 

নির্বাচনী এলাকার নাম

৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদ

৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ দৌলতখান, জেলা- ভোলা।

 

 

সকলকে আমত্মরিক সালাম ও শুভেচ্ছো

 

বাজেট সভা হচ্ছে অত্র ইউনিয়ন পরিষদের একটি নিয়মিত কার্যক্রম। একটি ইউনিয়ন পরিষদ একটি অর্থ   বছরে যে সকল উৎস থেকে অর্থ পায় এবং যে সকল খাতে ব্যয় করে তার একটি অগ্রিম সম্ভাব্য হিসাবে নাম বাজেট। অত্র ইউনিয়ন পরিষদ প্রতিবছর বাজেট প্রনয়ন করে কিন্তু সেটি থাকে দেওয়ালবন্ধী। এবারেই প্রথম অত্র পরিষদ ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট উন্মুক্ত বাজেট সভার আয়োজনের মাধ্যমে জনগনের বাজেট জনগনের নিকট প্রকাশ করতে যাচ্ছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপ্রেরনায় ও বেসরকারী সংস্থা সুশীলন, ইউপি সদস্যবৃন্দ, সি আই জি কমিটির সহযোগিতায় ইউনিয়ন পরিষদ এবারেই প্রথম উন্মুক্ত বাজেট সভার আয়েজন করতে যাচ্ছে।

 

পরিশেষে ৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বাজেট ঘোষনা অনুষ্ঠান সফল ভাবে বাসত্মবায়ন হোক এই কামনা করি এবং এই কাজের সাথে সহযোগিতা  করার জন্য সংশ্লিষ্য সকল ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা, সি আই জি সদস্যবৃন্দ সহ ইউনিয়ন বার্ষিকে সশ্রদ্ধা অভিনন্দন ও প্রনঢালা ভালবাসা জ্ঞাপন করছি।

 

 

 

ধন্যবাদমেত্ম

 

(মো: মেহেদী মাসুদ মুকু খান )

চেয়ারম্যান

৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদ

০১৮২৮১৭৮৯৫০